ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ । ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ঢাবি ভর্তি ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd ও 7college.du.ac.bd তে প্রকাশ করা হয় । অনলাইনে ভর্তি আবেদন করার পূর্বে আবদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার মানবন্টন,আবদেন পদ্ধতিসহ অন্যান্য বিষয় বিস্তারিত জানা প্রয়োজন । আজকে ঢাবি সাত কলেজ ভর্তি সার্কুলার ২০২২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১৫ জুলাই ২০২২
আবেদন শেষ: ৩১ জুলাই ২০২২
ফি : ৫০০ টাকা
ফি জমাদানের শেষ তারিখ : ০১ আগষ্ট ২০২২ ( বিকাল ৪.০০ টা)
প্রবেশপত্র ডাউনলোাড শুরু:
ভর্তি পরীক্ষা : ১২,১৯ ও ২৬ আগস্ট, ২০২২
ভর্তি আবেদন লিংক : collegeadmission.eis.du.ac.bd
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ টি কলেজ
২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা । পূর্বে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল । অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয় । কলেজগুলো হল-
- ১. ঢাকা কলেজ
- ২. ইডেন মহিলা কলেজ
- ৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- ৪. কবি নজরুল কলেজ
- ৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- ৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ
- ৭. সরকারি তিতুমীর কলেজ।
সাত কলেজ আবেদন যোগ্যতা
- ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২১ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ইউনিট ভিত্তিক আবেদনের ক্ষেত্রেও আলাদাভাবে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা নিচে তুলে ধরা হলো।
ইউনিটের নাম | আবেদন যোগ্যতা |
বিজ্ঞান | এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ |
কলা ও মানবিক | এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০ |
বাণিজ্য | এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) জিপিএ ৬.৫০ |
৭ কলেজ ভর্তি পরীক্ষা পদ্ধতি
পরীক্ষার সময় | ১ ঘন্টা |
পরীক্ষার পদ্ধতি | MCQ |
পরীক্ষা | ১০০ নম্বর |
জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি) | ২০ নম্বর |
মাধ্যম | বাংলা ও ইংরেজী উভয়ই |
পাশ নম্বর | ৪০ ( আলাদাভাবে পাস করতে হবে না ) |
নেগেটিভ মার্কিং | নেই |
৭ কলেজ ভর্তি আবেদন করার নিয়ম
- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে আবেদন করার নিয়মাবলী আজকে এই পোস্ট এর মাধ্যমে জানিয়ে দেবো । ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে ভর্তি হবার জন্য আপনাকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd তে প্রবেশ করতে হবে।
- নাম , এসএসসি এইচএসসি রোল নাম্বার , রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন কোন বিষয়ে ভর্তি হতে চান সেই সব বিষয়ের লিস্ট করতে হবে এবং কোন কলেজে ভর্তি হতে চান তা লিস্ট করতে হবে।
- এরপরে আপনাকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 300 * 300 এর ছবি এবং ৩০০*৮০ পিক্সেল এর স্বাক্ষর আপলোড করতে হবে । তারপর ভর্তি পরীক্ষার ফি জমা দিতে হবে।
Post Tag: ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, ঢাকা ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২, সরকারি তিতুমীর কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, ইডেন মহিলা কলেজ ভর্তি তথ্য ২০২২, ৭ কলেজে ভর্তির যোগ্যতা ২০২২