E0 A6 Ac E0 A6 Be E0 A6 82 E0 A6 B2 E0 A6 Be E0 A6 A6 E0 A7 87 E0 A6 B6 20 E0 A6 Ab E0 A6 Be E0 A6 Af E0 A6 Bc E0 A6 Be E0 A6 B0 20 E0 A6 B8 E0 A6 Be E0 A6 B0 E0 A7 8d E0 A6 Ad E0 A6 Bf E0 A6 B8.webp

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পদ ৭১১

চাকরির খবর
E0 A6 AC E0 A6 BE E0 A6 82 E0 A6 B2 E0 A6 BE E0 A6 A6 E0 A7 87 E0 A6 B6 20 E0 A6 AB E0 A6 BE E0 A6 AF E0 A6 BC E0 A6 BE E0 A6 B0 20 E0 A6 B8 E0 A6 BE E0 A6 B0 E0 A7 8D E0 A6 AD E0 A6 BF E0 A6 B8

ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ৭১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।  ৩১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।


বাংলাদেশ ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


১. পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ)
পদসংখ্যা: ৫৫০
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। 
উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, 
বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম) হতে হবে। 
ত্রুটিমুক্ত শারীরিক গঠন ও অবিবাহিত হতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
২. পদের নাম: ড্রাইভার (অবিবাহিত)
পদসংখ্যা: ১৫০
যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি পাস। 
উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, 
বুক ৩২ ইঞ্চি (ন্যূনতম) ও ওজন ন্যূনতম ১১০ পাউন্ড হতে হবে। 
ত্রুটিমুক্ত শারীরিক গঠন। 
ভারী যান চালনায় বৈধ লাইসেন্সধারী ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৩. পদের নাম: মাস্টার ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

ফায়ার ফাইটার নিয়োগ বিজ্ঞপ্তি

৪. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ৪
যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৫. পদের নাম: স্পিডবোট ড্রাইভার
পদসংখ্যা: ৪
যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

fire service job circular 2022

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং ২ থেকে ৫ নং পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://fscd.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন শুরুর সময়: ৩১ আগস্ট ২০২২ তারিখ সকাল ১০:০০ টা ।
আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *