Merin20Academy20Admission20Circular202023

মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

ভর্তি তথ্য মেরিন একাডেমি ভর্তি শিক্ষা বার্তা
মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ প্রকাশিত হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে মেরিন একাডেমিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌ-পরিবহন অধিদপ্তর । বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম সহ সরকারি-বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে (মোট ৯টি) ভর্তির মাধ্যমে নটিক্যাল / ইঞ্জিনিয়ারিং ক্যাডেট হিসেবে যোগ দেয়া হবে।
Merin%20Academy%20Admission%20Circular%202023

মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি ২০২২-২০২৩ Merin Academy Admission Circular 2023

নিম্নবর্ণিত মেরিটাইম শিক্ষা / প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২২-২০২৩ সেশনে ক্যাডেট ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে 
প্রতিষ্ঠানের নাম সিট / আসন সংখ্যা
বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম পুরুষ ১৪০ জন ও মহিলা ২০ জন
বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা পুরুষ ৫০ জন
বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল পুরুষ ৫০ জন
বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর পুরুষ ৫০ জন
বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট পুরুষ ৫০ জন
মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম পুরুষ ৬৫ জন ও মহিলা ৫ জন
ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা পুরুষ ৮০ জন
ওয়েষ্টার্ণ মেরিটাইম একাডেমি, ঢাকা পুরুষ ৪০ জন
মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম পুরুষ ৪০ জন

আবেদনের যোগ্যতা
  • বয়স : ৩০ জুন ২০২২ইং তারিখে সর্বোচ্চ ২২ বৎসর (পুরুষ/মহিলা)।
  • শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) এবং উচ্চ মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) উভয় পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩.৫০। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে পৃথক ভাবে জিপিএ ৩.৫০ এবং ইংরেজীতে ন্যূনতম জিপিএ ৩.০০ বা IELTS গড় স্কোর ৫.৫ থাকতে হবে।
  • ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী : O লেভেলে ৫টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩ টিতে A গ্রেড ও ২টিতে B গ্রেড থাকতে হবে এবং A লেভেলের জন্য নূনতম ২ টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান এবং গণিতসহ) হতে হবে।
  • শারীরিক মান (নূন্যতম) : উচ্চতা পুরুষ ৫’-৪”; মহিলা ৫’-২”। ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট মোতাবেক হতে হবে BMI নূন্যতম মান ১৭ এবং সর্বোচ্চ ২৭ । যেমন ৫’-৪”; ৪৫-৭১ কেজি; ৫’-৬”; ৪৮-৭৬ কেজি)। 
  • দৃষ্টিশক্তি: নটিক্যাল ক্যাডেটের জন্য ৬/৬, ইঞ্জিনিয়ারিং ক্যাডেটের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)।
  • নাগরিকত্ব : বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।
  • বৈবাহিক অবস্থা : অবিবাহিত হতে হবে।
অনলাইনে আবেদনের  নিয়ম
নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট: www.dos.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহন করা হবে। আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।
অনলাইনে ভর্তি আবেদনের নির্দেশনা দেখুন: https://doscadet.solutionart.net/media/application-guideline.pdf

ভর্তি পরীক্ষা
লিখিত ভর্তি পরীক্ষার তারিখ প্রার্থীদের মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেবে হবে।

Post Tag: মেরিন ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি যোগ্যতা ২০২২-২০২৩, মেরিন একাডেমি ভর্তি সার্কুলার, মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রশ্ন, মেরিন একাডেমী ভর্তি যোগ্যতা, Marine Academy, Marine engineering, Marine Fisheries Academy, maritime academymaritime university, মেরিন একাডেমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *