E0A69CE0A6BEE0A6A4E0A780E0A79F E0A6AEE0A6BEE0A6A8E0A6ACE0A6BEE0A6A7E0A6BFE0A695E0A6BEE0A6B0 E0A695E0A6AEE0A6BFE0A6B6E0A6A8 E0A6A8E0A6BFE0A6AFE0A6BCE0A78BE0A697

জাতীয় মানবাধিকার কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির খবর
জাতীয় মানবাধিকার কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-National Human Rights Commission Job circular 2022: জাতীয় মানবাধিকার কমিশনের শূন্য পদসমূহে সরাসরি ভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন ০৩টি পদে মোট ০৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97

জাতীয় মানবাধিকার কমিশন নিয়োগ ২০২২

পদের নাম: গ্রন্থাগারিক
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: তথ্য বিজ্ঞান, গ্রন্থাগার বিজ্ঞান অথবা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা।
পদের নাম: ডাটা/এন্ট্রি কন্ট্রোল অপারেটর
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২৫।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী সকল প্রার্থীকে জাতীয় মানবাধিকার কমিশন এর অফিশিয়াল ওয়েবসাইটে nhrc.teletalk.com.bd গিয়ে নির্ধারিত ফরম যথাযত ভাবে পূরন করতে হবে।
আবেদন শুরুর সময়: ১৯ জুলাই ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১০ আগষ্ট ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
Post Tag: NHRC Job Circular 2022, bd job today, New job circular, bd recent job circular, Job Circular সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, মানবাধিকার কর্মী নিয়োগ ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *