E0A6AAE0A6B0E0A6BFE0A6ACE0A6BEE0A6B020E0A6AAE0A6B0E0A6BFE0A695E0A6B2E0A78DE0A6AAE0A6A8E0A6BE20E0A685E0A6A7E0A6BFE0A6A6E0A6AAE0A78DE0A6A4E0A6B0E0A787

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির খবর
%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%20%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%87



dgfp Job Circular: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ১টি পদে মোট ০৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। 


পদের নাম: সরবরাহ কর্মকর্তা
পদসংখ্যা: ৬
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। 
অভিজ্ঞতা: পণ্য পরিবহন, গুদামজাতকরণ এবং পণ্য ক্লিয়ারিংয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে:
  • সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি 
  • ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র
  • ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র
  • অভিজ্ঞতা সনদপত্র,
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
  • জন্মসনদের সত্যায়িত কপি ।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ ২০২২

আবেদন ফি
মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরাবর পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-২৭৮১-০০০০-২০৩১ কোডে জমা দিতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন পরিচালক (উপকরণ ও সরবরাহ), পরিবার পরিকল্পনা, ০৬ কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর প্রার্থীদের আবেদনপত্র পৌঁছাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২২

post tag: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ ২০২২ স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পরিবার পরিকল্পনা চাকরি ২০২২, পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, directorate general of family planning job circular 2022, poribar porikolpona job circular 2022, poribar porikolpona circular 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *